২০ মাস পর ৪ হাজারে নামলো করোনায় দৈনিক মৃত্যু

|

দীর্ঘ ২০ মাস পর করোনা ভাইরাসে দিনে চার হাজার মানুষের মৃত্যু রেকর্ড হলো গোটা বিশ্বে। ২০২০ সালের ১ এপ্রিল সবশেষ মহামারিতে এতো কমসংখ্যক মানুষ মারা যান।

গত ১১ দিন ধরে রাশিয়ায় দিনে ১২শর ওপর মানুষ মৃত্যুবরণ করছেন করোনায়। রোববারও (২১ নভেম্বর) দেশটিতে শনাক্ত হয় ৩৭ হাজারের মতো সংক্রমণ। প্রাণহানি কম থাকলেও সংক্রমণ শনাক্তের শীর্ষে ব্রিটেন। দেশটির ৪০ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি।

এদিন ইউক্রেনে ৩৭৭, মেক্সিকোয় ২২৭ ছাড়াও রোমানিয়া-তুরস্ক-ফিলিপাইনে শতাধিক মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। গোটা বিশ্বে মোট প্রাণহানি ৫১ লাখ ৬৮ হাজারের কাছাকাছি। শনাক্ত পৌনে ২৬ কোটির মতো সংক্রমণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply