রোহিঙ্গা ইস্যুতে ভুল পথে সরকার: মির্জা ফখরুল

|

সরকার রোহিঙ্গা ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এবং তারা ব্যর্থ। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমারের ওপর কূনৈতিক চাপ তৈরির দাবি জানান তিনি। রাজধানীতে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি আরও বলেন, সহায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচনের দাবি আদায় করে নেবে বিএনপি।

আলোচনায় সভায় বিএনপি নেতাদের বক্তব্যের বড় অংশজুড়েই ছিল চলমান রোহিঙ্গা সংকট। এ ইস্যুতে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বলে অভিযোগ করেন তারা। নেতারা বলেন, সহায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আদায় করে নেবে বিএনপি।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন। এতে যোগ দিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে পুরো ব্যর্থ সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply