হঠাৎ সমুদ্র সৈকতে উঠতে শুরু করলো তিমির পাল!

|

তিমি গভীর সমুদ্রের প্রাণি। নীল পানি ছাড়া তাদের দেখা মেলা ভার। সেই প্রাণিটি হঠাৎ করে গভীর সমুদ্রে ছেড়ে ভিড়তে শুরু করলো তীরে। না, শুধু কম পানিতে এসে পড়েনি। আসতে আসতে একেবারে এসে ঠেকেছে সৈকতের শুকনো বালুতে!

তাও একটা দুটো নয়, গুনে গুনে ১৫০টি! শুকনোয় উঠে আর নামেনি তারা। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার হেমেলিন সৈকতে।

পাথরের সাথে আঘাত লেগে আহত তিমির রক্ত…

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবারের এ ঘটনায় ইতোমধ্যে ১০০টির বেশি তিমি মারা গেছে। কিন্তু কেন এমনটা ঘটলো বিশেষজ্ঞরাও কিছু নিশ্চিত বলতে পারছেন না।

এবিসি নিউজকে অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানী বেক ওয়েলার্ড বলেছেন, তিমিদের এভাবে গণহারে তীরে উঠে আসা বিরল ব্যাপার এবং এটা একই সাথে খুবই উদ্বেগেরও।

সম্ভাব্য কারণ হিসেবে তিনি চারটি বিষয়ের কথা বলেন। এগুলো হচ্ছে- গভীর সমুদ্রে মানুষের দ্বারা তিমিদের থাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়া, নির্দিষ্ট এই প্রজাতির তিমির মধ্যে কোনো ধরনের রোগ ছড়িয়ে পড়া, জাহাজ চলাচল কিম্বা স্যামন মাছের অতিরিক্ত উপস্থিতি।

দেশটির কর্তৃপক্ষ মরা তিমিগুলোকে সৈকত থেকে সরিয়ে নেয়া শুরু করেছে। আর জীবিতগুলোকে কোনো ধরনের চিকিৎসা দেয়ার প্রয়োজন কিনা তা যাচাই করতে বিশেষজ্ঞ টিম নিয়োগ করেছে।

পড়ে আছে বিশাল দেহী তিমিরা…

তীরে ওঠার পর মারা যাওয়া একটি তিমিকে সরানোর কাজে ব্যস্ত উদ্ধারকর্মীরা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply