‘১০,০০০ এবং আরো ১টি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা

|

হুমায়ুন আজাদ পরিবারের সাথে নির্মাতা সোহেল রানা বয়াতি।

প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।উপন্যাসটির নাম ‘১০,০০০ এবং আরো ১টি ধর্ষণ’। এটি প্রকাশিত হয়েছিল ২০০২ সালে। একজন ধর্ষিত নারীর জীবন এবং তার নির্মম পরিণতিই এ উপন্যাসের উপজীব্য।

হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির চিত্রনাট্যকার অপূর্ণ রুবেল। আজাদকন্যা মৌলিও নিশ্চিত করেছেন যে, সিনেমাটি নির্মাণের জন্য আজাদ পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি দেয়া হয়েছে নির্মাতা সোহেল রানা বয়াতিকে।  

অপূর্ণ রুবেল বলেন, হুমায়ুন আজাদের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এটি। অনেক দিনের ইচ্ছা ছিল এ উপন্যাস অবলম্বনে সিনেমা বানানোর। কাজটি কঠিন জানি, তবে আজাদ পরিবারের পক্ষ থেকে আমরা যথেষ্ট উৎসাহ ও সাহস পেয়েছি। তারা সিনেমাটি নির্মাণের অনুমতি দিয়েছেন। দ্রুতই আমরা শুটিং শুরু করবো।

এদিকে সিনেমাটির কাস্টিং সম্পর্কে জানতে চাইলে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, কিছু চুক্তি ও টেকনিক্যাল বিষয় সমাধান করেই কাস্টিংয়ের ব্যাপারে বিস্তারিত জানাবো।

উল্লেখ্য, হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে এর আগে কোনো চলচ্চিত্র তৈরি হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply