ভাঙা হচ্ছে না ঢাবি টিএসসি

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী টিএসসি ভবন ভাঙা হবে না। ঢাবির শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসির নতুন স্থাপনা তৈরি করা হবে। ই-ফাইলিংয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কাজ হবে।

আর প্রতিযোগিতার মাধ্যমে ডিজাইন চূড়ান্ত করে তৈরি হবে শতবর্ষের স্তম্ভ। উপাচার্য জানান, ১-৪ ডিসেম্বর টানা চারদিন শতবর্ষের অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি। ১২ ডিসেম্বর কনসার্টের মাধ্যমে শতবর্ষের আয়োজন শেষ হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply