যৌন কেলেঙ্কারি ফাঁস, অধিনায়কত্ব ছাড়লেন অস্ট্রেলিয়ার টিম পেইন

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের প্রথম টেস্ট শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নারী সহকর্মীকে অশ্লীল বার্তা পাঠানোর দায়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন। খবর দ্য হ্যারল্ড স্যান’র।

এক সংবাদ সম্মেলনে পেইন জানান, আমি অস্ট্রেলিয়ার পুরুষ দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত, তবে আমার মতে, ব্যক্তিগতভাবে আমার ও আমার পরিবারের জন্য এবং ক্রিকেটের স্বার্থে এটাই সঠিক সিদ্ধান্ত।

সংবাদ সম্মেলন চলাকালীনই নিজের এই সিদ্ধান্তের কথা জানাতে জানাতে কান্নায় ভেঙে পড়েন পেইন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন পেইন।

দ্য হ্যারল্ড স্যান-এর রিপোর্ট অনুযায়ী, সাবেক তাসমানিয়া ক্রিকেট দলের এক কর্মচারীকে ২০১৭-১৮ সালের অ্যাসেজ সিরিজের আগে নিজের পুরুষাঙ্গের ছবি এবং বেশ কিছু যৌন উস্কানিমূলক ম্যাসেজ পাঠিয়েছিলেন পেইন। সেই নারীর অভিযোগের ভিত্তিতেই পেইনের বিরুদ্ধে তদন্তে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তারপরেই সংবাদ সম্মেলন ডেকে নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ৩৬ বছর বয়সী অজি উইকেটকিপার ব্যাটার।

চার বছর আগেও তার বিরুদ্ধে একই ইস্যুতে কমিটি বসিয়ে তদন্ত করা হয়েছিলো। যাতে তিনি অস্ট্রেলিয়া ক্রিকেটের কোনো আইনভঙ্গ করেননি বলেই প্রমাণিত হয়েছিল বলে দাবি পেইনের। তবে ওই নারী কর্মী তার ব্যবহারে রুষ্ট হন। সেজন্য ভুক্তভোগীর পাশাপাশি নিজের পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন বলে জানান পেইন। পাশাপাশি অস্ট্রেলিয়া দলের সকল সমর্থকের কাছে ক্ষমা চেয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করবেন বলেও জানান অজি তারকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply