বিএসএফকে হত্যাকারী ও ধর্ষক বলায় অপর্ণা সেনকে আইনি নোটিশ

|

ছবি: সংগৃহীত।

সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করেছে মোদি সরকার। এর আওতায় গতিবিধির সীমা সীমান্তের ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপির রোষানলে পড়েছেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন।

সম্প্রতি সীমান্তে বিএসএফের ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে তাদের ধর্ষক ও হত্যাকারী বলেন অপর্ণা। তিনি বলেন, সীমান্তের সামরিকীকরণ চলছে। কেন্দ্রীয় সরকার ওখানে আরও বিএসএফ পাঠাচ্ছে। যেন এরা যথেষ্ট নয়। যারা হত্যা করছেন, ধর্ষণ করছেন তারা যথেষ্ট নন।

তার এই বক্তব্যের সমালোচনা শুরু হয়। এবারে বিএসফের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের অভিযোগ এনে অপর্ণা সেনকে আইনি নোটিশ পাঠালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ওই নোটিশে ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে অপর্ণা সেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অবশ্য এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অপর্ণা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply