চিকিৎসা ছাড়াই এইডস থেকে মুক্তি

|

ওষুধ বা চিকিৎসা ছাড়াই এইডসে আক্রান্ত আর্জেন্টিনার এক নারীর সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।চিকিৎসা ছাড়া এইডস থেকে সুস্থ হওয়ার দ্বিতীয় বিরল ঘটনা এটি। এই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এইচআইভি ভাইরাসটিকে শরীর থেকে ধ্বংস করে দিয়েছে বলে গবেষকরা বলছেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের।

অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন পত্রিকায় আন্তর্জাতিক একদল বিজ্ঞানী লিখেছেন, ওই নারীর এক বিলিয়নেরও উপরে সেল পরীক্ষা করা হয়েছে। তারপরও কার্যকর কোনো সংক্রমণ ধরা পড়েনি।

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ছাড়া এইচআইভি থেকে এই নারীর মুক্তি পাওয়ার বিষয়টি এটাই নির্দেশ করে যে কিছু মানুষ প্রাকৃতিকভাবেই এইচআইভি সহনশীলতা নিয়ে জন্মায়। কিছু মানুষের এমন জিন থাকে যা সংক্রমণ প্রতিরোধ করে।

এর আগে লন্ডনের অ্যাডাম ক্যাস্টিলেজো ক্যান্সারের চিকিৎসা হিসেবে এক ডোনারের কাছ থেকে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করেন। তিনিও এইচআইভিতে আক্রান্ত ছিলেন। পরে চিকিৎসকরা বলেছেন, স্টেম সেল গ্রহণের পর থেকে তার আর এইডসের ওষুধ নিতে হয়নি। এর মাধ্যমে এইচআইভি থেকে মুক্ত হন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply