গাজীপুরে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা, বিচারের দাবিতে সড়ক অবরোধ

|

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিকেলে কলেজের সামনে তার সহপাঠী ও স্থানীয়রা ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

প্রায় ১ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার বিষয় নিশ্চিত বিকেল সাড়ে ৫ টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

গাজীপুর মহানগর নাওজোড় এলাকায় শুক্রবার (১২ নভেম্বর) রাতে মেহেদী হাসান তুহিন নামে ওই কলেজ শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মেহেদী হাসান তুহিন সিটি করপোরেশনের মজলিশপুর এলাকার বাসিন্দা।

জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান জানান, হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply