সৌদির উপর দিয়ে ইসরায়েলে গেলো ভারতের প্রথম ফ্লাইট

|

অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ভারতের রাজধানী দিল্লি থেকে ইসরায়েলের রাজধানী তেলাবিবে গিয়েছে প্রথম কোনো ভারতীয় বিমান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিল্লি থেকে রওয়ানা দিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে ‘এয়ার ইন্ডিয়া’র ১৩৯ নং উড়োজাহাজটি।

এখন থেকে সপ্তাহে তিনবার এই ‍রুটে বিমান চলাচল করবে। সৌদি আরবসহ উপসাগরীয় কোনো দেশের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সাম্প্রতিক সময়ে রিয়াদের সাথে তেলাবিবের গোপন সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ রয়েছে।

দৈনিক হারেৎজ জানিয়েছে, ভারতীয় বিমান সৌদির ওপর দিয়ে ইহুদীবাদী রাষ্ট্রে চলাচল শুরুর পর এখন ইসরায়েলি বিমানও একই রুটে যাতায়াতের অপেক্ষায় আছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই রুটটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে ভারতের সাথে দ্রুত যোগাযোগ স্থাপনের পথ খুলেছে। একই সাথে এটিকে পর্যটন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে তেলাবিব।

দিল্লি থেকে ছাড়ার আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের শিডিউল…

বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তারা উদ্বোধন করেন সৌদির উপর দিয়ে ভারত-ইসরায়েল প্রথম ফ্লাইট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply