প্রধানমন্ত্রীকে রওশন এরশাদের উষ্ণ অভিনন্দন

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এমন সখ্যকে ইতিবাচক মনে করেছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

বাংলাদেশের নাম স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত হওয়ায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ‘সোনার বাংলা গড়ার সোপান’ অনুষ্ঠান। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়েছে জাতিসংঘের সুপারিশপত্র। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় প্রধানমন্ত্রীকে। এসময়, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। প্রধানমন্ত্রীর গাল ছুঁয়ে নিজের হাতে চুমো খান তিনি। উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে অভিনন্দিত করেন।

প্রধানমন্ত্রীকে রওশনের উষ্ণ সংবর্ধনা

উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা।অভিনন্দিত করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও। এসময় প্রধানমন্ত্রীর গাল ছুঁয়ে নিজের হাতে চুমো খান তিনি।

Posted by Jamuna Television on Wednesday, 21 March 2018

যমুনা অনলাইন: টিএফ





সম্পর্কিত আরও পড়ুন







Leave a reply