বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে

|

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। নিরাপত্তা, সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪০ লাখে।

শুক্রবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের প্রথম ছয় মাসের তথ্য-উপাত্তের ভিত্তিতে বাস্তুচ্যুত মানুষের এ তথ্য উঠে এসেছে। গেলো বছরের ডিসেম্বর পর্যন্ত বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৮ কোটি ২৪ লাখ। যা পরবর্তী ৬ মাসে বেড়ে ৮ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

ইউএনএইচসিআর’র দাবি, এ সংখ্যা বৃদ্ধিতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ভূমিকা সবচেয়ে বেশি। সহিংসতা, করোনা মহামারি, দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও জলবায়ুর দ্রুত পরিবর্তন বাস্তুচ্যুতদের মানবিক দুর্দশাকে আরও জটিল করে তুলেছে। বাস্তুচ্যুতর সংখ্যা তুলনামূলক সবচেয়ে বেশি কঙ্গো, ইথিওপিয়া, সিরিয়া, আফগানিস্তান ও মিয়ানমারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply