তেলের দাম না কমালে সরকার বিরোধী আন্দোলন শুরু: জোনায়েদ সাকি

|

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

সরকার বড় বড় প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাট করছে আর প্রকল্পের টাকার জন্য জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

ডিজেল- কেরোসিনের দাম বৃদ্ধি ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভের আয়োজন করা হয়। জোনায়েদ সাকি বলেন, অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে নয়তো জনগনকে সাথে নিয়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করা হবে।

সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সরকার এসব সিন্ডিকেট থেকে ভাগ নিচ্ছে। ধর্ষণের ৭২ ঘণ্টা পার হলে মামলা না নেয়ার ব্যাপারেও বিচারকের পর্যবেক্ষণের কঠোর সমালোচনা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply