আফগানিস্তানের সংকট নিয়ে ৩ দেশের কূটনীতিকদের সাথে পাকিস্তানের বৈঠক

|

সংগৃহীত ছবি

আফগানিস্তানে চলমান অর্থনৈতিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার কূটনীতিকদের সাথে বৈঠক করেছে পাকিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, আফগানিস্তানের অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে। তাদের পাশে দাঁড়াতে পশ্চিমাদের বন্ধ করে দেয়া অর্থায়ন পুনরায় চালু করার আহ্বান জানান তিনি।

পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থার আরও অবনতি হলে নতুন তালেবান সরকারের জন্য দেশটি পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জরুরি ভিত্তিতে সেখানে মানবিক সহায়তার ব্যবস্থা করা।

এই বৈঠক চলাকালীন সময়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও ইসলামাবাদে অবস্থান করছেন। তবে তিনি এই বৈঠকে অংশ নেননি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply