বিক্রি হলো এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট

|

ভাবা যায়, এক অ্যাপার্টমেন্টের যা দাম, তা দিয়ে আপনি কিনতে পারতেন প্রায় ২ হাজার টেসলা গাড়ি!

সম্প্রতি হংকংয়ের অভিজাত এলাকা নিকলসন পর্বতে হিলক আবাসন প্রকল্পের তৃতীয় ধাপের দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়। ১৬সি ও ১৬ডি দুটি ফ্ল্যাটের মোট মূল্য ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার হিলক কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে। এখান থেকেই জানা গেলো, এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট রেকর্ডটি নিজের করে নিয়েছে ফ্ল্যাট ডি।

৪৫৪৪ বর্গফুটের সেই অ্যাপার্টমেন্টটি বিক্রি হয়েছে ৮২.২ মিলিয়ন মার্কিন ডলারে, যার বাংলাদেশি মুদ্রামান প্রায় ৭০০ কোটি টাকা। ব্লুমবার্গ ডট কমের প্রতিবেদন অনুযায়ী প্রতি বর্গফুটের হিসেবে এটিই এশিয়ায় অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ দামের রেকর্ড!

এর মাত্র আট মাস আগেই রেকর্ডটি নিজের করেছিল হংকংয়ের সি কে অ্যাসেট হোল্ডিংস ২১ বোরেট রোডের এক অভিজাত অ্যাপার্টমেন্ট। পার্কিং স্পেসসহ সেটি বিক্রি হয়েছিল ৪৫৯.৪ মিলিয়ন হংকং ডলারে। এতে অ্যাপার্টমেন্টটির প্রতি বর্গফুটের মূল্য দাঁড়িয়েছিল ১ লাখ ৩৬ হাজার হংকং ডলার।

বিশেষজ্ঞদের মত, হংকংয়ের সঙ্গে চীনের মূল ভূখণ্ডের সীমান্ত খুলে দেওয়াতেই হংকংয়ের অভিজাত এলাকার অ্যাপার্টমেন্টের দর আকাশ ছুঁয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply