বাইক চোরের উদ্দেশ্যে খোলা চিঠি মালিকের, অতঃপর…

|

অল্প অল্প করে টাকা জমিয়ে বাইক কিনেন। কিন্তু এতো শখের বাইকটাই চুরি হয়ে যায়। এই শোক কাটিয়ে কিভাবে জানা নেই মালিকের তবে বাইক ফেরত পেতে বাড়ির সামনে লিখে রাখের চোরের জন্য খোলা চিঠি। কিন্তু তাতে কি আর বাইক ফিরে পাওয়া যায়?

জানা যায়, নিউইয়র্কের বাসিন্দা অ্যামান্ডা নিধামের বাইক চুরি হয়ে যায়। এরপরই তিনি সিদ্ধান্ত নেন বাইক চোরের উদ্দেশ্যে তিনি একটি চিঠি লিখে তা বাড়ির সামনে ঝুলিয়ে দেবেন। যেমন ভাবা তেমনি কাজ। অ্যামান্ডা ৮ বাই ৩ ফুটের কার্ডবোর্ডের ওপর হলুদ রং দিয়ে লিখে ফেললেন এক বিরাট চিঠি। চলতি বছরের মার্চের গোড়াতেই বাইক চুরি হয়ে যায় অ্যামান্ডার।
চিঠিতে অ্যামান্ডা লেখেন, ‘‌আমার বাইক যিনি চুরি করেছেন তাঁর উদ্দেশ্যে বলছি, আমার মনে হয় বাইকটি আমার চেয়েও আপনার বেশি প্রয়োজন এটা ঠিক। কিন্তু এটার দাম ১৩ হাজার (‌২০০ ডলার)‌ টাকা এবং আমার কাজে যাওয়ার জন্য বাইকটি খুব দরকার, আমার অন্য একটি বাইক কেনার সামর্থ্য নেই। পরে আপনি হিপস্টার’‌স পিউগেট (‌বিলাসবহুল বাইক, যার দাম ১০০০ ডলার)‌ চুরি করবেন বা নাও করতে পারেন। কিন্তু আমার বাইকটি ফেরত দিয়ে যান।’‌

এদিকে অ্যামান্ডা চিঠি লেখার পর বাইক ফেরত না পেলেও অনেকেই তাকে বাইক দিয়ে সাহায্য করতে চেয়েছেন।

অ্যামান্ডা বলেন, ‘‌বাইক চুরি হয়েছে ঠিকই। কিন্তু তা মনে হয় ভালর জন্যই হয়েছে। এই ঘটনা না ঘটলে জানতেই পারতাম না মানুষ নিঃস্বার্থভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে।’‌

এরপরই অ্যামান্ডা তাঁর বাড়ির গেটের সামনে থেকে ওই নোটিস বোর্ডটি খুলে নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply