ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেক্সিকোয় ১৯ জনের প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৯ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৬ নভেম্বর) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কাছেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও তাদের অবস্থা সংকটাপন্ন। ডাক্তাররা আশঙ্কা করছেন এ ঘটনায় বাড়তে পারে প্রাণহানি।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো-পুয়েবোলা হাইওয়েতে হয় এ দুর্ঘটনা। শ্যাম্পু তৈরির কাঁচামাল সরবরাহে যাচ্ছিলো একটি ট্রাক। যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে টোল-বুথের ভেতর ঢুকে যায় যানটি। এতে কাছাকাছি থাকা ছয়টি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এসময় এলাকাটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকের চালকসহ অন্যান্য গাড়ির আরোহীরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনার শিকার গাড়িগুলো সরানোর কাজ
তৎক্ষণাৎই শুরু করে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply