ভারত সীমান্তে সেনা শিবির গড়ে তুলছে চীন

|

ছবি: সংগৃহীত।

অরুণাচল প্রদেশ সংলগ্ন চীন- ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চলে চীন জনবসতি গড়ে তুলছে বলে দাবি করেছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। কিন্তু সে দাবির বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছে ভারতের এক কর্মকর্তা। তার দাবি, পেন্টাগনের উল্লেখ করা জনবসতি আদতে চীনা সেনাবাহিনীর স্থায়ী সেনা শিবির।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, গত বছর অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় অতিরিক্ত উপকমিশনার হিসেবে ডি জে বোরাহকে দায়িত্ব দেয় রাজ্য সরকার। এক পর্যবেক্ষণ শেষে তিনি জানান, বিতর্কিত এলাকায় বেসামরিক লোকজন অবস্থান করছে বলে তার মনে হয়নি।

ওই কর্মকর্তা বলেন, আমরা বিতর্কিত এলাকায় একাধিক বড় স্থাপনা দেখতে পেয়েছিলাম। মনে হচ্ছিল সেগুলো সামরিক কাজে ব্যবহার করার জন্য নির্মাণ করা হয়েছে। ১৯৬২ সালে যখন চীনা সেনারা এই অঞ্চল দখলে নেয়, তখন সেখানে তাদের মাত্র কয়েকটি চৌকি ছিল। 

প্রতিবেদনে আরও বলা হয়, চীনা সেনাবাহিনী যেখানে স্থাপনা নির্মাণ করেছে, সেখানে আগে ভারতের সেনাচৌকি ছিল। তবে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর সেটি সরিয়ে নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply