দায়ী কে? বরাবরের মতোই কি বলির পাঁঠা ডোমিঙ্গো!

|

ছবি: সংগৃহীত

টাইগার ক্রিকেটে অমাবস্যার হানা, ঘোর আঁধারে হারিয়েছে দিশা। এ হার শুধু হার নয়, এতে মিশে আছে লজ্জা লাঞ্ছনা আর নীরব কান্না। মিশে আছে একরাশ হতাশা!

কিন্তু এর পেছনে দায়টা কার? বরাবরের মতোই কি বলির পাঁঠা হতে চলেছেন রাসেল ডোমিঙ্গো! অবাক হবার কিছু নেই। এতো বরাবরের মুখস্থ চিত্র। যার সর্বশেষ চরিত্র স্টিভ রোডসের অনাকাঙ্ক্ষিত বিদায়। দশের বোঝা একের উপর চাপিয়ে, যেন হাফ ছেড়ে বাঁচা।

কিন্তু দায়টা কি শুধুই কোচের? কতটা যৌক্তিক এই সমাধান? খোদ অধিনায়কের দাবি দায় সবার।

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমার মনে হয় ব্যর্থতার দায়ভার সকলেরই নেয়া উচিৎ। কোনো প্লেয়ার একা দায়ী কিংবা শুধু টিম ম্যানেজমেন্ট দায়ী এমন না। ব্যর্থতার জন্য পুরো দলই সমানভাবে দায়ী। এবং এটা এভাবেই দেখা উচিৎ।

মানসিকভাবে উজ্জীবিত করতে না পারার দায়টা কোচের হতে পারে, কিন্তু মানসিকতা ভেঙে দেয়ার দায় কি এড়াতে পারবে বিসিবি? বিসিবি সভাপতির বক্তব্য, তার জবাব ব্যাটে বলে না ক্রিকেটাররাও দিয়েছেন মুখে। ফলাফলে পরিস্থিতি হয়েছে আরও ঘোলাটে।

বোর্ড-কোচ-প্লেয়ার; তিনের ভেতর একটা বড় দূরত্ব সৃষ্টি হয়েছে। দূরত্বটা দূর করতে হয়তো কোচ ছাঁটাই করা হবে। কিন্তু বাকিদের?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply