দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানের সব কর্মীকে ইলেক্ট্রিক স্কুটার উপহার!

|

ছবি: সংগৃহীত।

দীপাবলিতে প্রতি বছর কর্মীদের জন্য বিশেষ উপহার দেয় ভারতের একটি সংস্থা। তবে এ বছর ভিন্ন এক পদক্ষেপ নিলো প্রতিষ্ঠানটি। দীপাবলিতে কর্মীদের হাতে স্কুটারের চাবি তুলে দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের গুজরাটের সুরতে মূলত পোশাক তৈরির ব্যবসা সংস্থাটির। চলতি বছর প্রতিষ্ঠানটি তার ৩৫ জন কর্মীকে দীপাবলির উপহার হিসেবে দিয়েছে ই-স্কুটার। ওকিনাওয়া সংস্থার প্রেসপ্রো মডেলের ওই স্কুটারের প্রতিটির দাম প্রায় ৭৭ হাজার টাকা।

সংস্থার মালিক সুভাষ দাওয়ারের উদ্যোগেই এই অভিনব পদক্ষেপ। মূলত ভারতে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরেই কর্মীদের ইলেক্ট্রিক স্কুটার দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এ নিয়ে সুভাষ জানান, এর ফলে শুধুমাত্র পেট্রল-ডিজেলের অপচয়ই কমবে না, পরিবেশের প্রতি সংস্থা যে কতটা দায়বদ্ধ সেটিরও প্রমাণ হবে।

ওকিনাওয়ার ওই স্কুটারের মডেলে লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। রিচার্জবল এই ব্যাটারির মাধ্যমেই স্কুটার এগিয়ে চলে। সর্বোচ্চ গতিবেগ ৫৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিন ঘণ্টা চার্জ দিলে ৮৮ কিলোমিটার যেতে পারে এই স্কুটার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply