মৌমাছি থেকে বাঁচতে খালে ঝাপ, মৃত্যু হলো পিরানহার আক্রমণে

|

প্রতীকী ছবি।

মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে খালে ঝাপ দিয়ে পিরানহার আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছেন এক ব্যক্তি। খবর ব্রিটিশ গণমাধ্যম মিরর’র।

গত শনিবার ব্রাজিলের রিও দে জেনেরিও থেকে ৬০০ মাইল উত্তর-পশ্চিমের ব্রাসিল্যান্ডিয়া দে মিনাস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ৩০ বছর বয়সী ওই ব্যক্তি তার দুই বন্ধুর সাথে খালের তীরে মাছ শিকার করছিলেন। এমন সময় তাদের মৌমাছি আক্রমণ করে। আক্রমণ থেকে বাঁচতে বাধ্য হয়ে তিনজনই ঝাপ দেন খালে। পরবর্তীতে দুই জন খাল থেকে উঠে আসলেও একজন পানিতে ডুবে যান।

পরবর্তীতে একদিন পর ডুবুরিরা তার শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা খুঁজে পান। খালের তীর থেকে ১৩ ফুট গভীরে তার শরীরের দেহাবশেষ পাওয়া যায়।

তদন্ত কর্মকর্তারা জানায়, নিহতের পরিবার আমাদের মৃতদেহ সৎকারের অনুমতি দিয়েছে। আমরা তদন্ত করে দেখেছি এখানে কোনো অপরাধ জড়িত নেই। তিনি পিরানহার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।

তবে নিহত ওই ব্যক্তি ডুবে যাওয়ার পর পিরানহার শিকার হয়েছেন নাকি পিরানহার আক্রমণের পর ডুবে গিয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply