ম্যাচের নিয়ন্ত্রণ কিউইদের নিতে দেয়নি নামিবিয়া

|

নিজের উইকেট হারালেন কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

যেকোনো ফরম্যাটেই প্রথমবারের মতো খেলতে নেমেছে নিউজিল্যান্ডের ও নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে নামিবিয়া। তবে মার্টিন গাপটিল-কেন উইলিয়ামসনদেরকে ম্যাচের লাগাম নিতে দেয়নি নামিবিয়া নিয়ন্ত্রিত বোলিংয়ে।

কিউই ব্যাটারদের মধ্যে শুরু করছেন সবাই-ই। তবে এখন পর্যন্ত ইনিংসকে বড় করতে পারেননি কেউই। গাপটিল ১৮, ড্যারিল মিচেল ১৯, কেন উইলিয়ামসন ২৮ এবং ডেভন কনওয়ে আউট হয়েছেন ১৭ রান করে। ক্রিজে এখন ৪ রান নিয়ে আছেন গ্লেন ফিলিপস। তার সাথে যোগ দিয়েছেন জিমি নিশাম।

কিউইদের রানের গতি নিয়ন্ত্রণে রাখার কাজ কমবেশি নামিনিয়ার সবাই করেছেন। তবে এর মধ্যেই আসবে আজই একাদশে সুযোগ পাওয়া বার্নার্ড শোলজ। ৩ ওভারে ১৫ রান দিয়ে ড্যারিল মিচেলের উইকেট নেন তিনি। এছাড়া নামিবিয়ার তারকা খেলোয়াড় ডেভিড ভিসা আজও আছেন দলের পারফর্মারদের তালিকায়। মার্টিন গাপটিলের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়ে নামিবিয়াকে অন্তত একটা ঝড় থেকে বাঁচিয়েছেন ভিসা।

অন্যদিকে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ইনসাইড এজে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক জেরার্ড ইরাসমাস। আর ডেভন কনওয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রান আউট হয়ে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯১ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply