পরিবহন ধর্মঘটের প্রভাব নেই কাঁচাবাজারে

|

সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হলেও সবজিসহ কাঁচামালের ট্রাকগুলো গতরাতেই রাজধানীতে পৌঁছেছে। তাই পরিবহন ধর্মঘটের নেতিবাচক কোনো প্রভাব পড়েনি সবজির বাজারে। দুয়েকটি সবজি ছাড়া সবই বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই।

অন্যান্য দিনের মতোই সারাদেশ থেকে আসা সবজির ট্রাকগুলো মধ্য রাতেই কারওয়ান বাজারে এসে পৌঁছেছে। খুচরা ও পাইকারি বাজারের সবজির মজুদ যথেষ্ট। দামেও তেমন হেরফের নেই। কাঁচামরিচ ও শিম ছাড়া সবই বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতোই।

রাজশাহী-বগুড়া-যশোর-ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো ব্যবসায়ীদের সবজি আসে কারওয়ান বাজারের আড়তে। কেজি প্রতি ১ টাকা কমিশনে বিক্রি হয় পাইকারি দোকানে। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের প্রভাব বাজারে নেই বলে জানান তারা।

অভিযোগ উঠেছে, পরিবহন ধর্মঘটের কারণে দাম বাড়তে পারে শঙ্কায় আলুসহ সংরক্ষণ করা যায় এমন দুয়েকটি পণ্য কেউ কেউ মজুদ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply