সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, চরম ভোগান্তিতে মানুষ

|

সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস-ট্রাক-লরি চলাচল।

তবে বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি রাস্তায় নেমেছে। পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটছেন তারা। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ধর্মঘটের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও স্থলবন্দরগুলোতে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। মালিক-শ্রমিকদের কেন্দ্রীয় নেতারা বলছেন, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই সিদ্ধান্তের সাথে একমত কেন্দ্রীয় নেতারাও। ভাড়া সমন্বয় না করে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে হঠকারী সিদ্ধান্ত বলছেন তারা।

প্রতি লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির পর গতকাল বিভাগীয় ও জেলার পরিবহন মালিক-শ্রমিক সংগঠন আজ থেকে ধর্মঘটের ডাক দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply