ফেব্রুয়ারি নাগাদ করোনায় আরও ৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

|

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি নাগাদ করোনাভাইরাসে নতুনভাবে আরও ৫ লাখ মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এ আশঙ্কা। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডক্টর হানস ক্লুগ জানান, আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে ইউরোপ। কারণ, অঞ্চলটির অর্ধশতাধিক দেশে এখনো কোভিডের সংক্রমণ অব্যাহত। পাশাপাশি, মধ্য এশিয়ার কয়েকটি দেশকেও রেখেছে ডব্লিওএইচও। ফলে, আগামী চার মাসে হু হু করে বাড়বে প্রাণহানি। করোনার ক্রমবর্ধমান পরিস্থিতিকে ‘গুরুতর’ এবং ‘উদ্বেগজনক’ অ্যাখ্যা দেন তিনি।

মহামারির অবসানে গোটা বিশ্বে চলছে টিকাদান কার্যক্রম। তবে, দরিদ্র দেশগুলো এখনো পিছিয়ে। করোনায় এ পর্যন্ত বিশ্বে ৫০ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply