লঙ্কানদের বোলিং তোপে শেষ ম্যাচেও হার এড়াতে পারলো না ক্যারিবিয়ানরা

|

নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার দেয়া ১৯০ রানের লক্ষ্যে ২য় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় ক্যারিবিয়ানরা। প্রথমে ক্রিস গেইল এবং একই ওভারে ইনফর্ম ব্যাটার এভিন লুইসের উইকেটও হারায় কাইরন পোলার্ডের দল।

এরপর ১১.১ ওভারে নিকোলাস পুরান যখন আউট হন তখনও জয়ের জন্য ৫৩ বলে উইন্ডিজের দরকার ছিলো ১১৮ রান। রোস্টন চেজকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন নিকোলাস পুরান। কিন্তু পুরানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রোস্টন চেস। একমাত্র যার ব্যাটে ছিল প্রতিরোধের চেষ্টা, সেই হেটমায়ারের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৮১ রান।

উল্লেখ্য, নিকোলাস পুরান আর শিমরন হেটমায়ার ছাড়া কোনো ক্যারিবিয়ান ব্যাটারই ১০ এর বেশি রান করতে পারেননি। আর পোলার্ড, রাসেল, হোল্ডার, ব্রাভোরা ব্যাটে ঝড় তুলতে ব্যর্থ হওয়ায় জয় থেকে তাই দূরেই থাকতে হলো ক্যারিবিয়ানদের।

লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ফার্নান্দো, করুণারত্নে ও হাসারাঙ্গা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন চামিরা ও দাসুন শানাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply