কিউইদের ব্যাটিংয়ে পাঠালো স্কটিশরা

|

ছবি: সংগৃহীত

দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে স্কটল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড এগিয়ে অনেকটাই আর, স্কটল্যান্ডের সম্ভাবনা কার্যত শেষ।

স্কটল্যান্ডে এসেছে দুটি পরিবর্তন। জশ ডেভির পরিবর্তে দলে এসেছে অ্যালাসডেয়ার ইভান্স। অন্যদিকে কাইল কোয়েটজার দলে আসায় বাদ পড়েছেন ক্রেগ ওয়ালেস।

কেন উইলিয়ামসন বলেন, টস জিতলে তিনিও ফিল্ডিং বেছে নিতেন। জানিয়েছেন, ভারত ম্যাচের দলটিই অপরিবর্তিত থাকছে আজ।

স্কটল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কেন উইলিয়ামসনের তখনও ডেব্যু হয়নি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বয়সভিত্তিক দলে সুযোগ খুঁজছেন ডেভন কনওয়ে। ড্যারিল মিচেল ভাবছেন রাগবিতে গড়বেন ক্যারিয়ার। অ্যাডাম মিলনের তখনও হয়নি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেব্যু।

স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার তখন ছিলেন দলের সেরা ব্যাটার, যেমনটা আছেন এখনও। ক্যালাম ম্যাকলয়েডের জন্যও ঘটেছে একই রকম ঘটনা। এই দুজনের সাথে মার্টিন গাপটিলই কেবল আছেন আজকের ম্যাচে, যারা ছিলেন ২০০৯ সালের ম্যাচটিতেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply