ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯০ ভাগ

|

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যেখানে পাসের হার ১০.৭৬ শতাংশ। অর্থাৎ বাকি প্রায় ৯০ ভাগই পাস করতে পারেনি।

আজ বুধবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্র মেফতাউল আলম সিয়াম। তার মোট নম্বর ১১৭ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৭ দশমিক ৭৫)। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের ছাত্র আসিফ করিম। তার মোট নম্বর ১১২ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ৭৫)। তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের ছাত্র নিত্য আনন্দ বিশ্বাস। তার মোট নম্বর ১১১ দশমিক ৯৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯১ দশমিক ৯৫)।

‘ক’ ইউনিটের ফল প্রকাশের সময় উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অনুষদের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে বাকি ইউনিটগুলোর (গ ও ঘ) ফলাফলও প্রকাশ করা হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্যও বিশ্ববিদ্যালয়ের করা ক্ষতি পুনরুদ্ধার পরিকল্পনা প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সম্ভাব্য যে একাডেমিক ক্ষতি হয়েছে, তা পোষাতে কর্তৃপক্ষ ক্ষতি পুনরুদ্ধার পরিকল্পনা শীর্ষক একটি বিস্তৃত পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনার আওতায় সেমিস্টার পদ্ধতির ছয় মাসের কোর্স পরীক্ষাসহ চার মাসে শেষ করা হবে। অন্যদিকে, কোর্স পদ্ধতির ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে ৮ মাসে বছর শেষ করা হবে। তবে কোনোভাবেই পাঠ্যসূচি সংকুচিত করা হবে না। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেয়া হবে। এমনকি ছুটির দিন শনিবারেও ক্লাস নিতে পারবে বিভাগ-ইনস্টিটিউটগুলো।

এর আগে গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণদের মাঝে ভর্তির সুযোগ পাবেন ১ হাজার ৮১৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক ব্যবহারকারীরা মোবাইল থেকে ‘DU KA ‘ লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ৯ থেকে ২১ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বিষয় নির্বাচন করতে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply