কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলায় ১৭ জনের ৫ দিনের রিমান্ড

|

কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলায় ১৮ আসামির মধ্যে ১৭ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি সেনের আদালতে নেয়া হয় আসামিদের। এসময় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে প্রত্যেকের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একজন শিশু হওয়ায় তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়নি।

এদিকে, বুধবার (৩ নভেম্বর) এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনকে আদালতে তোলা হতে পারে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, ইকবালকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

বুধবার ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নয় বলে জানান, কুমিল্লা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। তিনি বলেন, ইকবাল একজন সুচতুর সুস্থ মস্তিষ্কের মানুষ।

এর আগে, গত ২১ অক্টোবর কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। পরে ২৩ অক্টোবর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইকবালসহ অভিযুক্ত ৪ জনকে ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ২য় দফায় ২৯ অক্টোবর ইকবালের আরও ৫দিন রিমান্ড মঞ্জুর করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply