ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

|

ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে পুরো ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী আদ্দিস আবাবার বাসিন্দাদের শহর রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়।

রাজধানী আদ্দিস আবাবা কর্তৃপক্ষ বাসিন্দাদের আগামী দু’দিনের মধ্যে নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে বলেছে এবং শহর রক্ষার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এর আগে, বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ। আগামী ৬ মাসের জন্য জরুরি অবস্থা জারির পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোয় চেকপয়েন্ট বসানো, রাত্রিকালীন কারফিউ এবং কিছু এলাকায় সেনা মোতায়েনের ঘোষণাও এসেছে। বলা হয়- কেউ জরুরি অবস্থা লঙ্ঘন করলে ভোগ করবে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড।

উল্লেখ্য, টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সাথে গেলো একবছর ধরে লড়াই চলছে দেশটির সরকারি বাহিনী। সম্প্রতি গুরুত্বপূর্ণ কিছু শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা; এগোচ্ছে রাজধানীর দিকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply