টানা চার মাস ধরে কমছে রেমিট্যান্স

|

চলতি অর্থবছরের জুলাই থেকে শুরু হওয়া রেমিট্যান্স কমার ধারা গত অক্টোবর মাসেও অব্যাহত ছিল। এমনকি একক মাস হিসেবে গত চার মাসের মধ্যে অক্টোবরেই সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে। গত মাসে প্রবাসীরা ১৬৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই মাসে রেমিট্যান্স আসে ২১০ কোটি ডলার।

চার মাসে প্রবাসীরা ৭০৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। করোনা শুরুর পর কাজ হারিয়ে কিংবা আতঙ্কের কারণে অনেকে জমানো টাকা নিয়ে দেশে ফেরেন। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে গত অর্থবছর রেমিট্যান্সে বেশি প্রবৃদ্ধি হয়। আবার কাজ হারিয়ে প্রবাসী কর্মীরা যে হারে দেশে এসেছেন, নতুন করে বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন সে তুলনায় অনেক কম। এসব কারণে দুই শতাংশ হারে সরকারি প্রণোদনা অব্যাহত থাকার পরও গত অর্থবছরের তুলনায় রেমিট্যান্স এভাবে কমছে।

রেমিট্যান্স ব্যাপকভাবে কমলেও করোনাভাইরাসের টিকা কেনা ও আমদানি চাহিদা বৃদ্ধিসহ বিভিন্ন কারণে ডলারের চাহিদা বেড়েছে। এরকম পরিস্থিতিতে বাজার ঠিক রাখতে বিভিন্ন ব্যাংকের চাহিদার বিপরীতে গত প্রায় আড়াই মাসে ১৫০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply