সৌরভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চ্যাপেলের

|

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অস্টেলিয়ান খেলোয়াড় গ্রেগ চ্যাপেল।

চ্যাপেল ভারতীয় দলের কোচ থাকাকালীন কিছু সিনিয়র ক্রিকেটাররা চাননি সৌরভ দলে ফিরুক। এমনটাই দাবি করেছেন তিনি ।

নিজের নতুন বই ‘নট আউট’-এ এই বিতর্কের জন্ম দিলেন অস্ট্রেলিয়ান কোচ চ্যাপেল। তার ভাষায়, গাঙ্গুলীকে ছাড়াই আমূল পরিবর্তন হয়েছিল ভারত ক্রিকেট দলে। তবে সিনিয়র ক্রিকেটারদের আপত্তি সত্বেও প্রিন্স অফ কলকাতাকে দলে ভেড়ান নির্বাচকরা। সৌরভ সম্পর্কে গ্রেগ চ্যাপেল তার বইয়ে আরো বলেন, তিনি শুধু দলে অধিনায়ক হিসেবেই খেলতে চেয়েছিলেন।

২০০৫ সালে জন রাইটের পর ভারত ক্রিকেট দলের কোচ হয়ে আসেন গ্রেগ চ্যাপেল। দুই বছরের ক্যারিয়ারে তিনি বিতর্কই জন্ম দিয়েছিলেন বেশি। সৌরভসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারদের চক্ষুশূল ছিলেন এই অজি কোচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply