লঙ্কান ইনিংসে দ্রুত ঘটছে রান ও উইকেটের পরিবর্তন

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দেয়া ১৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। একদিকে উইকেটের পতন চলতে থাকলেও রানের গতি কমতে দেয়নি লঙ্কানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান।

বিশ্বকাপের চলতি আসরে ভয়ডরহীন ক্রিকেট খেলছে দাসুন শানাকার শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা থেকে শুরু করে ভানুকা রাজাপাকসেরা দারুণ ইতিবাচক ক্রিকেটই খেলে যাচ্ছেন। তার ব্যতিক্রম হচ্ছে না আজও। পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেললেও রানের গতি বা ব্যাট করার মনোভাবে আসছে না পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ বল করা ক্রিস ওকসকে আজ পাল্টা আক্রমণে বোলিং থেকেই দূরে সরানোর কাজটা করেছেন আসালাঙ্কা। আদিল রশিদের শিকার হওয়ার আগে তিনি খেলছিলেনও চমৎকার। তবে আদিল রশিদের গুগলিতে আসালাঙ্কা ও কুশল পেরেরা ফিরে গেলে কিছুটা বিপদে পড়ে লঙ্কানরা।

এখন ভানুকা রাজাপাকসেকে নিয়ে লক্ষ্যের দিকে এগোনোর কাজ করে যাচ্ছেন। এর আগে ক্রিস জর্ডানের বলে এলবিডব্লিউ হয়ে ১৩ রান করে ফিরে গেছেন ফর্মে না থাকা আভিষ্কা ফার্নান্দো। জয়ের জন্য এখনও লঙ্কানদের দরকার ৬৭ বলে ১০৭ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply