আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: অ্যান্টোনিয়ো গুতেরেস

|

কপ২৬ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস।

স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্বের শুরু হয়েছে কপ২৬ সম্মেলন। সেখানে নিজের বক্তব্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস বলেন, পৃথিবী, মানবজাতি ও আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে দ্রুত কাজ শুরু করতে হবে। খবর আল জাজিরা’র।

আজ সোমবার (১ নভেম্বর) বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে কপ২৬ সম্মেলন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যাণ্টোনিয়ো গুতেরেসের সভাপতিত্বে আরম্ভ হয় উদ্বোধনী দিনের অধিবেশন। এছাড়াও উদ্বোধনী দিনের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক ও লেখক স্যার ডেভিড অ্যাটেনবারো ও প্রিন্স অফ ওয়েলস।

নিজের বক্তব্যে অ্যান্টনিয়ো গুতেরেস বলেন, আশা করি এ সম্মেলনের লক্ষ্য অর্জনে আপনারা সর্বোচ্চ সচেতনতা ও লক্ষ্য নির্ধারণ করবেন। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কার্বন নিঃসরণ আমরা করে ফেলেছি, মানব জাতি প্রকৃতিকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। এত এত খনি আমরা খুঁড়েছি যে, এ খনিগুলোই এখন আমাদের কবরে পরিণত হতে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply