যমুনা টিভির প্রতিবেদনের পর তদন্ত কমিটি

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরে বড়হরিশপুর বাইপাস থেকে বনবেলঘরিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ রোববার বেলা ১১টার দিকে এই কমিটি গঠন করা হয়।

৫৮ কোটি ৩৩ লাখ টাকার প্রাকল্পিত ব্যয়ে ড্রেন নির্মাণে দরপত্র অনুযায়ী রড না দেওয়া, ভাঙা পাথর না দিয়ে নিম্নমানে আস্ত পাথর ও নিম্নমানের ইট ব্যবহার এবং রোলিং না করেই দায়সারাভাবে সড়ক সম্পসারণের অভিযোগ নিয়ে যমুনা টেলিভিশনে আজ একটি সংবাদ প্রচারিত হয়। এরপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসনের।

রিপোর্টটি আমলে নিয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন ডিডি এলজি গোলাম রাব্বি ও সহকারি কমিশনার (ভূমি) শামীম ভুইয়ার সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সরেজমিনে তদন্ত শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply