সেরা হতে এমবাপ্পেকে নতুন চ্যালেঞ্জ নেয়ার পরামর্শ ইব্রাহিমোভিচের

|

ছবি: সংগৃহীত

সেরাদের সেরা হতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নতুন চ্যালেঞ্জ নেয়ার পরামর্শ দিয়েছেন ইব্রাহিমোভিচ।

ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই সুইডিশ তারকা বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে নিতে হবে কঠিন লড়াইয়ের স্বাদ।

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। ১৮ বছর বয়সেই তার নামের পাশে বসেছিল উঠতি তারকার তকমা। এরপর ক্লাব ও জাতীয় দলে একের পর এক অর্জনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। পিএসজির হয়েও সাফল্যের পাল্লা বেশ ভারি রয়েছে তার।

ফুটবল বিশ্লেষকদের মতে, মেসি-রোনালদো যুগের পর এই ফরোয়ার্ডই হতে যাচ্ছেন সবচেয়ে বড় তারকা। তবে ইব্রাহিমোভিচ মনে করেন, বড় সাফল্য পেতে হলে এমবাপ্পেকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply