আমাকে ভুল বুঝিয়েছিল বিজেপি, ফের তৃণমূলে ফিরে বললেন রাজীব

|

ছবি: সংগৃহীত।

ভারতের সাবেক সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আবারও দল পরিবর্তন করলেন। তৃণমূল খেকে বিজেপিতে যোগ দিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। তাই আবারও ফিরেছেন মমতার দলে। রোববার (৩১ অক্টোবর) তৃণমূলেরে পক্ষে জনসভায় যোগ দিয়ে আবারও হাতে তুলে নিলেন দলীয় প্রতীক ঘাসফুল। সেই সাথে কণ্ঠে ছিল অনুশোচনার সুর। খবর জি নিউজের।

তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন রাজীব। হঠাৎ কেনো বিজেপিতে যোগ দিয়েছিলেন তা নিয়ে তেমন কোনো তথ্য ওই সময় পাওয়া যায়নি। তবে রোববার জনসভায় সেই ‘ভুল’র ব্যাখ্যা দিলেন এই নেতা। বলেন, একটা অভিমানে, একটা জেদের বসে, রাগের বসে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম।

তিনি আরও বলেন, সেদিন আমাকে ভুল বোঝানো হয়েছিল। আপনাদের মতো আমাকেও নানা রকম রঙিন ছবি দেখানো হয়েছিল। তবে আমি আমার ভুল বুঝেছি। আজ আমি লজ্জিত, আমি অনুতপ্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply