৭৭ কোটি টাকায় বিক্রি হলো সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল

|

ছবি: সংগৃহীত

নিলামে বিক্রি হলো ৬ কোটি ৬০ লাখ বছর আগের ডাইনোসরের ফসিল। প্রায় ৬৭ কোটি টাকায় এটি কিনে নিয়েছেন এক ব্যক্তি।

প্যারিসে ড্রোআউট নামের নিলামের আয়োজক প্রতিষ্ঠানটি জানায়, এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষ এটি।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা থেকে উদ্ধার হয় ট্রাইসেরাটপস জাতের ডায়নোসরের এই ফসিল। বিজ্ঞানীরা বলছেন, ২ দশমিক ৬২ মিটার লম্বা ও দুই মিটার চওড়া কঙ্কালটি কমপক্ষে সাড়ে ৬ কোটি বছর আগের।

বিগ জন নামে পরিচিত এই ডায়নোসরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ না পাওয়া গেলেও মিলেছে দেহাবশেষটির ৬০ শতাংশ। যা বিরল ঘটনা। সম্প্রতি প্যারিসে ফসিলটি নিলামে তোলা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানেই ৭৭ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে যায় ডায়নোসরের কঙ্কালটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা।

ইয়াকোপো ব্রায়ানো নামে ফ্রান্সের এক জীবাশ্মবিদ দাবি করেছেন, এই ডায়নোসারের দেহাবশেষের সাথে অন্তত আরও ৪১টি মাথার খুলি তুলনা করেছি। সেখান থেকেই ধারণা পেয়েছি এটি এযাবৎকালের সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসার।

২০২০ সালে নিউইয়র্কে ৬ কোটি ৭০ লাখ বছর আগের ডায়নোসরের একটি ফসিল নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছিল রেকর্ড ৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply