‘স্বল্প জমি দিয়ে অধিক নাগরিক সেবা নিশ্চিত করতে পরিকল্পনার বিকল্প নেই’

|

পরিকল্পিত দেশ গঠনে পরিকল্পনাবিদদের অংশগ্রহণ অপরিহার্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (৩০ অক্টোবর) বিআইসিসিতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, বিআইপি কনফারেন্সে তিনি এ কথা জানান। তাজুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই এখন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে।

স্বল্প জমি ব্যবহার করে অধিক নাগরিক সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে পৌরসভা ছাড়াও যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা নেবে সরকার বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply