সাইবার হামলার শিকার ইরান, বন্ধ হয়ে গেছে জ্বালানি সরবরাহ

|

ছবি: সংগৃহীত।

সাইবার হামলায় অচল হয়ে পড়েছে ইরানের জ্বালানি বিতরণ নেটওয়ার্ক। দেশজুড়ে বন্ধ হয়ে গেছে জ্বালানি সরবরাহ। সাইবার হামলার জন্য কোনো নির্দিষ্ট দেশকে দায়ী না করলেও এর জন্য বিদেশি কারোর হাত রয়েছে বলে অভিযোগ তেহরানের।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানা যায়, সাইবার আক্রমণের মাধ্যমে দেশটির জ্বালানি বিতরণ নেটওয়ার্ককে অচল করে দেয়া হয়েছিল। মঙ্গলবার (২৬ অক্টোবর) হওয়া এই সাইবার আক্রমণের পেছনে একটি দেশ দায়ী বলে অভিযোগ ইরানের।

সাইবার হামলার ঘটনায় কোনো হ্যাকার গ্রুপ দায় স্বীকার না করলেও ইরানের শীর্ষ ইন্টারনেট নীতি-নির্ধারণী সংস্থা বলছে এর পেছনে বিদেশি রাষ্ট্রের বেনামি প্রতিষ্ঠান জড়িত। হামলার কারণে ইরানজুড়ে বন্ধ রয়েছে জ্বালানি সরবরাহ। দেখা দিয়েছে তেল সঙ্কট। তেলের স্টেশনে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ক্ষোভ বাড়ছে জনমনে।

ইরানের প্রেসিডেন্টের দাবি, জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিতে পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালিয়েছে কোনো বিদেশি শক্তি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply