ছাত্রলীগের সংঘর্ষের জেরে বন্ধ চট্টগ্রাম মেডিকেল

|

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। একই সাথে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় সার্জারি বিভাগের অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই গ্রুপ। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। রাতের ঘটনার জেরে সকালে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হন তিনজন। একজনকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। ঘটনার পর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসে অ্যাকাডেমিক কাউন্সিল। পরে বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষনার পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply