নওগাঁয় কিছুটা কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম

|

নওগাঁর বর্ষাইল ও পাশের তিলকপুর হাটে পাইকারিতেই এক কেজি শিমের দাম দেড়শো টাকা। ত্রিশ টাকার নিচে মিলছে না ফুলকপি। ৮০ টাকা কাঁচা মরিচের দর।

তবে দাম কমেছে মুলার। কেজিপ্রতি ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়। চাষিরা বলছেন, উৎপাদন খরচ বেশি। বিপরীতে ফলন কম। তাই দাম কমালে লোকসান।

শীতকালীন সবজিতে হাত দেয়া না গেলেও নওগাঁয় গ্রীষ্মকালীন সবজির উত্তাপ কিছুটা কমেছে। পটল, করলা ও বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। চাষিরা বলছেন, বাজারে নতুন আলু, পেঁয়াজ ও চলতি মৌসুমের কাঁচা মরিচ আসতে সময় লাগবে আরও সপ্তাহখানেক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply