প্রথমবারের মতো ১ টন গাইডেড বোমার পরীক্ষা চালালো ভারত

|

ছবি: সংগৃহীত।

ভারতের ইতিহাসে প্রথমবারের মতো অত্যাধুনিক দূরপাল্লার গাইডেড বোমার পরীক্ষা চালিয়েছে ভারত। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৯ অক্টোবর) ওড়িশার বালাশ্বরে এ বোমার পরীক্ষা চালায় ভারতীয় বিমানবাহিনী।

এদিন পরীক্ষামূলকভাবে বিমানবাহিনীর সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে ছোঁড়া হয় ‘এলআর বম্ব’ নামের বোমাটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই ভয়ংকর বোমাটি তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও।  

বলা হচ্ছে, লেজার রশ্মির সাহায্যে দিক নির্ণয় করে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমাটি। প্রায় ১ হাজার কিলোগ্রাম বিস্ফোরক বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকায় ধুলোয় মিশে যায় লক্ষ্যবস্তু।

বোমার কার্যকারিতা দেখার জন্য তাতে সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, টেলিমেট্রি এবং রাডারের মাধ্যমে নজর রাখা হয়েছিল।

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রবহনে ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply