‘ঘরে ঘরে পুলিশ না, জনগণ সজাগ থাকলেই অপরাধমুক্ত সমাজ তৈরি হবে’

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

ঘরে ঘরে পুলিশ না, জনগণ সজাগ থাকলেই অপরাধমুক্ত সমাজ তৈরি হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (৩০ অক্টোবর) রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়েছে। এরপরও সকল বাধা অতিক্রম করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।

এ সময় অনুষ্ঠানে পুলিশ মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ভীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা পুলিশের পক্ষে এককভাবে সম্ভব নয়। এ জন্য নাগরিকদের যুক্ত হতে আহ্বান জানান তিনি। জনগণকে সাথে নিয়ে পুলিশ দেশ থেকে জঙ্গি দমন করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply