টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অ্যাশেজের উত্তাপ!

|

ছবি: সংগৃহীত

চলতি বছরের ৮ ডিসেম্বর শুরু হবে ঐতিহ্য আর মর্যাদার লড়াই অ্যাশেজ। অবশ্য তারআগেই বিশ্ব মঞ্চে রিহার্সালের সুযোগ পাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে দু’দলেরই। আর এই ম্যাচ কে ঘিরে দু’দেশের সমর্থকদের মাঝে ছড়িয়েছে অ্যাশেজ উত্তেজনা। যেখানে জয় পেতে এক বিন্দু ছাড় দিতে রাজি নন দুই অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ইয়ন মরগান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

উইন্ডিজ ও বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দেয়া ইংল্যান্ড মরিয়া অজিদের বিপক্ষে জয় পেতে। আর তাতে বোলারদের পাশাপাশি জ্বলে উঠতে হবে ইংলিশ ব্যাটারদেরও।

ম্যাচপূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। এভাবে খেলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন কিছু নয়। আমরা তাদের হারাতেই মাঠে নামবো।

ইংলিশদের মতই টানা দুই ম্যাচ জিতে স্বাচ্ছন্দ্যে আছে অস্ট্রেলিয়া। বোলারদের পাশাপাশি ফর্মে আছেন অজি ব্যাটসম্যানরা। বাজে ফর্ম কাটিয়ে রানের দেখা পেয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স বলেন, ওয়ার্নার বেশ কিছু দিন পর ফর্মে ফিরেছেন। স্মিথও আছেন দারুণ ছন্দে। তারা ঠিক সময়ে জ্বলে উঠলে ইংল্যান্ড ম্যাচে জয় আশা করতেই পারি। তাছাড়া বোলাররা ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন। যার প্রমাণ শেষ দুই ম্যাচ।

পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টিতে দু’দলের মুখোমুখি ১৯ লড়াইয়ে, অস্ট্রেলিয়ার ১০ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ৮ ম্যাচে। ফল আসেনি এক ম্যাচে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply