জলবায়ু পরিবর্তনের দুর্ভোগ কার ভাগে কতটুকু পড়লো?

|

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের যে ক্ষতি ভোগ করছে, তা উচ্চ আয়ের দেশগুলোর চেয়ে তিন গুণ বেশি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাড প্রকাশিত বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদন ২০২১-এর দ্বিতীয় অংশে এ কথা বলা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দাবদাহ, মৌসুমি ঝড়, জলোচ্ছ্বাস, দীর্ঘ খরাও বাড়ছে। আর এর ফলে বিস্তার ঘটছে বিভিন্ন রোগের।

বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানুষের ভোগান্তিও চরম পর্যায়ে যাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, শুধু ২০২০ সালেই আগের চেয়ে ৫ কোটি বেশি মানুষ বন্যা, খরা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশ ও ভারত। প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গির আহ্বান জানানো হয়। বলা হয়, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের বিপদের সঙ্গে খাপ খাইয়ে নিতে বড় আকারে সরকারি বিনিয়োগ প্রকল্প গ্রহণসহ সবুজ কৃষিনীতিতে গুরুত্ব দিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply