কোম্যানের বিদায়ের পর বার্সেলোনায় নতুন কোচ

|

ছবি: সংগৃহীত

সার্জিও বারহুয়ানকে নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরইমধ্যে তার অধীনে অনুশীলন শুরু করেছে ক্লাবটি।

পূর্ণ মেয়াদে নতুন কোচ নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বারহুয়ান। এর আগে বার্সেলোনা ‘বি’ দলের কোচ ছিলেন তিনি।

গুঞ্জন আছে, সাবেক ফুটবলার জাভি হার্নান্দেসকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় কাতালান ক্লাবটি। তবে কাতারি ক্লাব আল সাদের সঙ্গে দুই বছরের চুক্তি থাকায় তৈরি হয় জটিলতা। এ নিয়ে দু’পক্ষের মাঝে আলোচনা চলছে। খুব শিগগিরই বার্সেলোনার ডাগআউটে দেখা মিলবে জাভির।

এর আগে গত বুধবার (২৭ অক্টোবর) বার্সা কোচের চাকরি হারান রোনাল্ড কোম্যান। সেই রাতে এক অফিশিয়াল বিবৃতিতে বার্সা জানায়, এফসি বার্সেলোনা প্রথম দলের কোচ হিসেবে রোনাল্ড কোম্যানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর তাকে এই সিদ্ধান্তের কথা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply