রাজধানীর জুরাইনে মুখোমুখি দু’পক্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

|

ছুরিকাঘাতে নিহত রাকিব।

ঘড়িতে সময় তখন রাত ১০টা। রাজধানীর জুরাইনের এক গলিতে হঠাৎ করেই মুখোমুখি দু’পক্ষ। প্রথমে বাক বিতণ্ডা, পরে হাতাহাতি। এক পর্যায়ে ভিড়ের মধ্যেই রাকিব নামের এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে বসে একজন। আহত রাকিবকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই রাকিবকে হত্যার হুমকি দিয়ে আসছিলো কয়েকজন। তারাই রাকিবকে ছুরিকাঘাত করে খুন করেছেন।

এলাকাবাসী বলছে, কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা চলছিলো। স্থানীয় নেতারা বৈঠক করে মীমাংসাও করে দিয়েছিলেন কয়েকবার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় এক যুবকই ছুরিকাঘাত করেছে রাকিবকে। এ ঘটনায়, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকেও দায়ী করছেন তারা।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। তদন্ত শেষে সব সত্য উন্মোচিত হবে।

শ্যামপুর জোনের এডিসি কাজী রোমানা নাসরিন বলেন, আমরা আমাদের সফটওয়্যার ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করবো। যেহেতু প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বিরুদ্ধে অভিযোগ করছে সেহেতু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।

এসময় রাকিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply