জনগণকে কম খাওয়ার নির্দেশ দিলেন কিম জং উন

|

সম্প্রতি উত্তর কোরিয়াজুড়ে শুরু হয়েছে তীব্র খাদ্য সংকট। এমন অবস্থায় দেশটির জনগণকে ২০২৫ সাল পর্যন্ত খাবারের পরিমাণ কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে।

ডেইলি মেইল জানায়, দেশটিতে খাদ্য সংকট তৈরি হওয়ায় দেশটির কর্মকর্তারা জনগণকে তিন বছর কম বা পরিমিত খাবার খাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে জনগণের অভিযোগ, যে পরিমাণ খাদ্য মজুদ আছে তা দিয়ে কোনোভাবেই শীতকালও পার করা যাবে না, তিন বছর তো অসম্ভব।

পরমাণু নিয়ে জটিলতায় অনেক দিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর এর ফলেই দেশটির অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। এমন সময় সাম্প্রতিক ভারি বর্ষণ ও বন্যায় দেশটির কৃষিপণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া করোনার কারণে সীমান্ত বন্ধ থাকায় আশপাশের দেশগুলোর সাথেও উত্তর কোরিয়ার আমদানি রফতানি বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি একটি দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলেও মনে করছেন অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply