অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা

|

ওয়ার্নার এবং ফিঞ্চের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার দেয়া ১৫৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়ার্নার ও ফিঞ্চের ব্যাটে উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়া পেয়েছে উড়ন্ত সূচনা। ২৩ বলে ৩৭ রান করে অ্যারন ফিঞ্চ আউট হয়ে গেলেও তার আগে জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে দিয়েছেন অনেকটাই।

ওয়ার্নার ও ফিঞ্চ লঙ্কান বোলারদের উপর রীতিমতো অত্যাচার চালিয়ে ৭ ওভারেই তুলে ফেলেন ৭০ রান। এর মধ্যে লাহিরু কুমারার উপর দিয়ে গেছে স্টিম রোলার। এই পেসারের এক ওভারেই দুই ওপেনার মিলে নিয়েছেন ২০ রান। কারেক দ্রুতগতির বোলার দুষ্মন্ত চামিরার বলে রান রেট এগিয়ে রাখার কাজটা সেরেছেন দুই ওপেনার। তবে লেগস্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা বল করতে এসে ম্যাচে ফিরিয়েছেন লঙ্কানদের। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন তিনি তার প্রথম দুই ওভারেই।

এখনও ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার। তার সাথে যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ। প্রতিবেদনটি লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৫ রান। জয়ের জন্য এখনও অজিদের দরকার ৬০ বলে মাত্র ৬০ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply